ফেসবুক জানিয়েছে নোবেল মারা গেছে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ফেসবুক জানিয়েছে নোবেল মারা গেছে

জি টিভির সারেগামা অনুষ্ঠানের সেরাকণ্ঠ জনপ্রিয় কণ্ঠশিল্পী আলোচিত- সমালোচিত মঈনুল আহসান নোবেলকে ফেসবুকে এবার মৃত ঘোষণা করেছে । তার ভেরিফায়েড পেজ নোবেল ম্যানকে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। ফেসবুক কর্তৃপক্ষ নোবেল এর পেইজে লিখেছে, আমরা আশা করি যারা নোবেল'কে ভালোবাসেন, তাকে স্মরণ ও সম্মান করেন, তাদের জন্য এই প্রোফাইল পেইজ একটি সান্ত্বনার স্থান।

নোবেল জানালেন, এটা বিভ্রান্তিকর। উল্টো তার পেজ থেকেই তিনি ‘রিমেম্বারিং’ থেকে বাঁচতে সহায়তা চাইলেন। শুক্রবার ২৫ ফেব্রুয়ারি নোবেল লেখেন, ‘‘আমার পেজে কিছুদিন যাবত ‘রিমেম্বারিং’ লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান। এরপর তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বর জুড়ে দিয়েছেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news