সুস্থ বিনোদন দিয়ে যেতে চান বাংলার মিস্টার বিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

সুস্থ বিনোদন দিয়ে যেতে চান বাংলার মিস্টার বিন
রাশেদ শিকদার | বাংলার মিস্টার বিন

মিস্টার বিন, নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ব্রিটিশ অভিনেতা "রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন" এর মুখ, তার বোকা চাহনি আর অস্পষ্ট আওয়াজ। বাংলাদেশি এমনই একজন মিস্টার বিন রয়েছেন আমাদের চোখের সামনে, তার নাম রাশেদ শিকদার। সবাই তাকে বলে এবং চিনে বাংলার মিস্টার বিন নামে।

রাশেদ শিকদারের মিস্টার বিন হয়ে ওঠার গল্প টি ছিল অন্যরকম। রাশেদ শিকদার পত্রিকা একাত্তরকে বাংলার মিস্টার বন হয়ে ওঠার গল্প টি জানান।

পাবনার বেড়া উপজেলার খানপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রাশেদের, ছোটবেলা থেকেই জাদুকর হওয়ার স্বপ্ন তার। তাই এসএসসি পাশের পর আর অপেক্ষা করেন নি তিনি, তালিম নিয়ে হয়েছেন যাদুশিল্প, এখন নিয়মিত অনুষ্ঠান করছেন তিনি বাংলাদেশ টেলিভিশনে।

তিনি বলেন, জাদু হলো একটি বিজ্ঞান ভিত্তিক শিল্প। আমি যখন প্রাইমারিতে পড়ি অর্থাৎ একদমই ছোট তখন আমাদের স্কুলে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখিয়েছিলেন, সেখান থেকেই এই জাদুর প্রতি আমার আগ্রহটা তৈরি হয়েছিল। যখন আমার মাথার মধ্যে আসলো যে আমি যাদুকর হব, ম্যাজিশিয়ান হব তখন এই ক্যাটাগরির কাজ যারা করে তাদের সন্ধান করা শুরু করলাম। পর্যায়ক্রমে আমি প্রিন্স আকাশ নামে একজন ম্যাজিশিয়ান এর দেখা পেলাম, এবং তার কাছেই আমার প্রথম হাতে খড়ি।

যখন আমি জাদু মোটামুটি শিখে ফেলেছি, ভালো কিছু করতেছি তখন বাংলাদেশ টেলিভিশনে জাদুর একটা প্রোগ্রাম দেখি "চোখের পলকে" কিন্তু এখানে কিভাবে যাওয়া যায় এটা আমার অজানা ছিল, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। আমাদের যারা সিনিয়র ম্যাজিশিয়ান রয়েছেন তাদের সাথে কথা বলে আমি ২০১৭ সালে বিটিভিতে প্রোগ্রাম করি এবং তার পর থেকে এ পর্যন্ত নিয়মিত আছি।

জাদু দেখাতে গিয়ে নিজের আরেক প্রতিভার সন্ধান পান রাশেদ, রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসনের সাথে তার চেহারার মিল। তাকে রাতারাতি গড়ে তোলে বাংলার মিস্টার বিন।

তিনি বলেন, স্টেজে ম্যাজিশিয়ানরা পোশাক পরে "কোট, টাই"এই ধরনের পোশাক গুলো। যখন আমি মঞ্চে ম্যাজিক দেখায় এই কোট টাই সাধারণত এগুলোই পরি। অবশ্য তখন অনেকেই আমাকে বলতো আমার ফেইস মিস্টার বিন এর সাথে মিলে যায়, তারা এরকম বলত কিন্তু আমি সে গুলোকে এতটা গুরুত্ব দিতাম না। এরকম দীর্ঘদিন চলে গেছে। অতঃপর বাংলাদেশের এম রহমান নামের এক ম্যাজিশিয়ান উনি আমাকে বললেন যে, রাশেদ তুমিতো ম্যাজিশিয়ান, তোমার ফেইস মিস্টার বিন এর সাথে অনেকটা মিলে যাচ্ছে সুতরাং তুমি এটাও কিন্তু ট্রাই করতে পারো। আশা করি ভালো কিছু হবে। এরপর থেকে আমি ব্যক্তিগতভাবে একটু চেষ্টা করেছি এবং এই একটু চেষ্টার ফলে ভালো একটা সাড়া পাচ্ছি। যদিও আমার নিজেকে কখনো সেলিব্রিটি মনে হয়না, তবে ধর্ষক যখন বলে যে আমাকে মিস্টার বিন এর মত লাগে এটা অবশ্য আমার গৌরব এবং ভালো লাগার একটা ব্যাপার।

তিনি বলেন, মিস্টার বিন হবার গৌরব যেমন আছে তেমনি আছে দায়িত্ব, তবে এটি পেশা নয় শখ হিসেবে রাখতে চান রাশেদ। তিনি বলেন বাংলাদেশি এই শিল্প-সংস্কৃতি মানবদের খুব একটা প্রায়োরিটি নেই, যেমন আমাদের যে জাদু শিল্প ছিল এটাও প্রায় বিলুপ্তির পথে। দেখবেন যে টেলিভিশনে নাচ আছে গান আছে সবগুলোর ভিন্ন ভিন্ন আলাদা অনুষ্ঠান আছে। কিন্তু বাংলাদেশ টেলিভিশন ছাড়া কোন চ্যানেলে একক জাদু নিয়ে কোন প্রচার করা হয় না, তাই শিল্প হিসেবে এগুলোকে নিয়ে জীবিকা নির্বাহ হবে কিনা আমি জানিনা, আমি নিজের মতো করে ভালো কিছু করতে চাই।

যাদু শিল্পী কিংবা মিস্টার বিনের পরিচয় মানুষটাকে চিনুক এবং সব সময় সুস্থ বিনোদনের পথেই হাঁটতে চান বাংলার মিস্টার বিন রাশেদ। মনেপ্রাণে চান দূর হোক সকল অস্থিরতা আর অসুস্থ বিনোদন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news