নাফিসা কামাল ফাইনালের দিন রোজা রেখেছিলেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নাফিসা কামাল ফাইনালের দিন রোজা রেখেছিলেন

নাফিসা কামাল একজন বাংলাদেশী ব্যবসায়ী ও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক। নাফিসা কামাল একজন ক্রিকেট পৃষ্ঠপোষক এবং তিনি বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা যিনি একটা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক।

কুমিল্লার জয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। ফাইনালের দিন রোজাও রেখেছিলেন তিনি। বিপিএলে এটি কুমিল্লার তৃতীয় শিরোপা। হাইভোল্টেজ ফাইনালে কুমিল্লা মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশালের। ফাইনালের আগে তিন দেখায় দুইবারই কুমিল্লা হেরেছে বরিশালের কাছে। নাফিসা তাই বেশ দুশ্চিন্তায় ছিলেন। শিরোপা জয়ের পর টিম বাসে থাকাকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে ফেসবুকে লাইভ ভিডিও পোস্ট করা হয়। সেখানে দলের মিডিয়া ম্যানেজার খান নয়ন জানান, ফাইনালের দিন রোজা ছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার নাফিসা।

নাফিসা বলেন, এটা শিরোপা আমার বাবার জন্য। অস্বীকার করা যাবে না এটা। ক্রিকেট নিয়ে উনার ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন। আমাদের কোচ, ইমরুল, নয়ন তাদের বাসায় ডেকে এনে যেভাবে গল্প করেন উনার গল্প ও ভালোবাসা আমাদের প্রেরণা দেয়। তাই বাবাকেই উৎসর্গ করি। সঙ্গে কুমিল্লার সবাই। এই কাপ আমার বাবা ও কুমিল্লাবাসীর।

নাফিসা ২০১২ সালের বিপিএলের প্রথম সংস্করণে তিনি ফ্র্যাঞ্চাইজ সিলেট রয়্যালসের পরিচালক হিসেবে ক্রিকেটে তার পেশাদারি অংশগ্রহণ শুরু করেন। বিপিএলের তৃতীয় সংস্করণ থেকে তিনি নিজের জন্মস্থানে তার পূর্বপুরুষের বাড়িতে সম্মান দেখাতে কুমিল্লা ভিক্টোরিয়ান প্রতিষ্ঠা করেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news