ঢাকার চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ। ২০১৯ সালে রফিক শিকদারের “বসন্ত বিকেল” ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন সুবাহ।আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার মডেল ও অভিনেত্রী সুবাহ'র জন্মদিন।
ঢালিউডে স্বল্প দিনের ক্যারিয়ারে কাজ করেছেন ছয়টি চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’, রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’, মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’, মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’। হাতে রয়েছে জয় সরকারের ‘মতি বানু’। তবে আলোচনার তুঙ্গে উঠে আসেন তিনি।
সুবাহ্ তার ফেসবুক পোস্টে লিখেন- এবার আমি চাইনি কোন প্রকারের কেক কাটতে কিন্তু আমার ভাই দুর্জয় আম্মু সারপ্রাইজ দিল ১৯ ফেব্রুয়ারি রাত ঠিক ১২ টা ১ মিনিটে!! কৃতজ্ঞ ভালোবাসা তোমাদের প্রতি ভালো থেকো আর আর এইভাবেই পাশে থেকো আর দোয়া করো আমার জন্য।
সুবাহ আরো বলেন, আজ আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি। সামনে ভালো কিছু সিনেমা মুক্তি পাবে, আপনারা হলে গিয়ে সিনেমাগুলো দেখবেন। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইল।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা