২০০০ সালে তার মঞ্চ দল দেশ নাটক থেকে তার রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় নিত্যপুরাণ।এই নাটকে তিনি মহাভারতের চরিত্র একলব্যকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসেন। ২০০১ সালে রেজা মেঘলা আকাশ চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচনা করেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন নারগিস আক্তার। ২০০৩-০৪ সালে সেলিম আল দীন এবং তার যৌথ রচনায় রঙের মানুষ ধারাবাহিক নাটকটি জনপ্রিয়তা লাভ করে।এই নাটকের জন্য তিনি সেলিম আল দীনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ নাট্যকার বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। 

এছাড়া ২০০৬ সালের মধুময়রা টেলিভিশন নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি ২০১৬ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। রেজা মেঘলা আকাশ ২০০১ মোল্লা বাড়ীর বউ ২০০৫ এবং বাপজানের বায়স্কোপ ২০১৫ চলচ্চিত্রের কাহিনী রচনা করেন। বাপজানের বায়স্কোপ চলচ্চিত্রের জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কাহিনীকার এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন।

আজ ২৬ শে ডিসেম্বর এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। 

">

শুভ জন্মদিন নাট্য নির্মাতা মাসুম রেজা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

শুভ জন্মদিন নাট্য নির্মাতা মাসুম রেজা

মাসুম রেজা একজন বাংলাদেশী নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক। মাসুম রেজার প্রথম নাটক হল ১৯৭৯ সালে চাঁদ আলীর উপর রচিত পথ নাটক। তিনি 'দেশ নাটক' মঞ্চদলের সাথে ১৯৮৮ সাল থেকে জড়িত। তার পূর্ণ মঞ্চ নাটক হল বিরসা কাব্য। তার রচিত প্রথম টেলিভিশন নাটক কৈতর। ১৯৯৬ সালে প্রচারিত নাটকটি পরিচালনা করেন সালাউদ্দিন লাভলু।

২০০০ সালে তার মঞ্চ দল দেশ নাটক থেকে তার রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় নিত্যপুরাণ।এই নাটকে তিনি মহাভারতের চরিত্র একলব্যকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসেন। ২০০১ সালে রেজা মেঘলা আকাশ চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচনা করেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন নারগিস আক্তার। ২০০৩-০৪ সালে সেলিম আল দীন এবং তার যৌথ রচনায় রঙের মানুষ ধারাবাহিক নাটকটি জনপ্রিয়তা লাভ করে।এই নাটকের জন্য তিনি সেলিম আল দীনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ নাট্যকার বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন।

এছাড়া ২০০৬ সালের মধুময়রা টেলিভিশন নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি ২০১৬ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। রেজা মেঘলা আকাশ ২০০১ মোল্লা বাড়ীর বউ ২০০৫ এবং বাপজানের বায়স্কোপ ২০১৫ চলচ্চিত্রের কাহিনী রচনা করেন। বাপজানের বায়স্কোপ চলচ্চিত্রের জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কাহিনীকার এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন।

আজ ২৬ শে ডিসেম্বর এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news