ডোমারে চারদিন ব্যাপী ‘নৃত্য কর্মশালা’ এর উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে চারদিন ব্যাপী ‘নৃত্য কর্মশালা’ এর উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার নৃত্যশিল্প চর্চায় আদর্শ মানুষ গড়তে নৃত্যশিল্পীদের প্রশক্ষিণ প্রদানের লক্ষ্যে চারদিন ব্যাপী ‘নৃত্য কর্মশালা’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার স্পন্দন নৃত্য একাডেমী কর্তৃক আয়োজিত ‘নৃত্য কর্মশালা’ এর উদ্বোধন করেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী ও পরিচালক, ঢাকা নৃত্য কথা একাডেমী’র নৃত্য প্রশিক্ষক দেশবরেণ্য নৃত্যশিল্পী লিখন রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমারের প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক ও বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মো. আনিস রহমান, ডোমারের আরেক কৃতি সন্তান বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মো. ফেরদৌস প্রমুখ।

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া নৃত্য কর্মশালা আগামী ১৯শে ফেব্রুয়ারী অব্ধি চলমান থাকবে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news