শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে পদত্যাগ কেন করবো

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৩ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে পদত্যাগ কেন করবো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচনী সদস্যরা পদত্যাগ নিচ্ছেন। ইতোমধ্যে কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ নিয়েছেন রোজিনা। এছাড়াও সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল পদত্যাগের ঘোষণা দিয়েছে।

মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন ডিপজল জয়ী হয়েছেন ২১৯ ভোট পেয়ে।এমন অবস্থায় সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়া মনোয়ার হোসেন ডিপজলও পদত্যাগ করবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ডিপজল বলেন, আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। আমি কেন পদত্যাগ করব? শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না। একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসাথে আছে। তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।

মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। চলচ্চিত্রে পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে ডিপজলের।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news