'ইয়েস ম্যাডাম' সিনেমাটি সমগ্র বাংলাদেশে প্রদর্শনী নিষিদ্ধ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৯ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

'ইয়েস ম্যাডাম' সিনেমাটি সমগ্র বাংলাদেশে প্রদর্শনী নিষিদ্ধ

রাকিবুল আলম রাকিব পরিচালিত 'ইয়েস ম্যাডাম' চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, মিন্টু সিকদার কর্তৃক নির্মিত ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রটি সেন্সরশিপ আইনের ৪বি ১ ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায় তা নাকচ করা হলো। আপিল আবেদন নাকচের কারণে চলচ্চিত্রটি সনদপত্রবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

'ইয়েস ম্যাডাম' সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া ও শিপন মিত্র। আরও আছেন তানহা মৌমাছি, আমান রেজা, রেসিসহ অনেকে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news