বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা ড্যানি রাজ প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘সোনিয়া’ চলচ্চিত্রের মাধ্যমেই তিনি রুপালি জগতে পা রাখেন। এই ছবিতে অভিনয় করে ছিলেন নাঈম-শাবনাজ। এরপর একে একে অসংখ্যা সুপার ডুপার চলচ্চিত্রে খল চরিত্রে তিনি অভিনয় করেছেন।
সালমান শাহ, ওমর সানি, শাকিব খানসহ পুরাতন নতুন সব শিল্পীর সঙ্গেই তিনি কাজ করেছেন। নায়ক মান্নার সঙ্গে ‘কষ্ট’ এছাড়া‘কে অপরাধী’,প্রাণের চেয়ে প্রিয়’ ‘ভালোবাসি তোমাকে,মাতৃভূমি,প্রেমের জ্বালা’ এবং দিওয়ানা মন,ঢাকা টু বোম্বে,জীবনে তুমি মরণে তুমি,তুমি কি সেই,বাবার জন্য যুদ্ধ,রাজধানীর রাজা,বাদশা ভাই এলএলবি,লাল বাদশা,শান্ত কেন মাস্তান,আজকের সন্ত্রাসী’ ‘শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার’সহ অসংখ্যা সিনেমায় অভিনয় করেছেন ড্যানিরাজ।
বর্তমানে সিনেমার পাশাপাশি নাটকে ও অভিনয় করছেন ড্যানিরাজ আজ ৫ ফেব্রুয়ারি এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
শুভ জন্মদিন খলঅভিনেতা ড্যানিরাজ
৫ ফেব্রুয়ারী, ২০২২, ১ year আগে
