এফডিসিতে যাবনা আর কোন চলচ্চিত্র নির্মাণ করবো না- হিরো আলম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

এফডিসিতে যাবনা আর কোন চলচ্চিত্র নির্মাণ করবো না- হিরো আলম

আশরাফুল আলম সাঈদ ( যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। ২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে পারেননি আলোচিত অভিনেতা হিরো আলম। ভোটার না হয়েও সেদিন এফডিসিতে এসেছিলেন তিনি। তবে প্রবেশ কার্ড না থাকায় তাকে প্রধান ফটক থেকেই ফিরিয়ে দেন নিরাপত্তারক্ষী কর্মীরা।

এফডিসিতে গিয়ে বার বার অপমানিত হওয়ার কষ্টে সিনেমা নির্মাণ বন্ধ এবং এফডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। সোমবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন তিনি।

এই লাইভে হিরো আলম বলেন, আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না। আর কোনো সিনেমাও বানাব না। কারণ, আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনও আমাকে মেনে নেবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।

আলম আরও বলেন, গতকাল (৩০ জানুয়ারি এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের সামনে আমাকে অপমান করে, বের করে দেয় এফডিসি থেকে। আমি আর কারও বিরুদ্ধে কোনো কথা বলব না, এফডিসিতে যাব না, চলচ্চিত্রও নির্মাণ করব না। কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপের সুরে হিরো আলম বলেন, এই চলচ্চিত্রের জন্য আমি কী না করেছি! চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। অনেক দুঃখ-কষ্টে সিনেমা ছেড়ে দিলাম। চলতি বছরে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া আরও পাঁচটি সিনেমার কাজ চলমান রয়েছে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news