চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বর্জন করলেন ডিএ তায়েব

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বর্জন করলেন ডিএ তায়েব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি ও হালের ক্রেজ পরীমনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী ডিএ তায়েব। ২৯ শে জানুয়ারী ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচন বর্জনের ঘোষণা দেন অভিনেতা ডিএ তায়েব।

শনিবার ভোরে ডিএ তায়েব লেখেন, ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম।

শনিবার ভোর ৫ টা ৫০ মিনিটে গণনা শেষে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

২৮ শে জানুয়ারী শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে ৫ টা পর্যন্ত। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news