চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন-সাধারণ সম্পাদক জায়েদ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন-সাধারণ সম্পাদক জায়েদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২-২০২৪ মেয়াদের ১৭তম দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক জয়ী হয়েছেন জায়েদ খান।

২৯ শে জানুয়ারী শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ১৯১ টি ভোট পেয়েছেন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ভোট পেয়েছেন ১৭৬ টি। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মিশা সওদাগর ১৪৮টি ভোট পেয়েছেন। আর নিপুন ১৬৩ টি ভোট।

এ ছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল(২১৯) ও রুবেল(১৯১), সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক (২১২) জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর( ১৮৪), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩) জয়ী হয়েছেন, কোষাধ্যক্ষ আজাদ খান (১৯৩), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী (২০৫) ও দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমান (২৩২)।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা (২২৫), রোজিনা(১৮৫), অরুণা বিশ্বাস (১৯২), সুচরিতা (২০১), আলীরাজ (২০৩), মৌসুমী (২২৫), চুন্নু (২২০) আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস(২৪০), কেয়া (২১২), জেসমিন (২০৮) ও অমিত হাসান (২২৭)।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২-২০২৪ মেয়াদে ২৮ শে জানুয়ারী শুক্রবার সকাল ৯টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল পাঁচটার পর। মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৬৫ জন ভোটার।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news