দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বেলাল খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৪ মার্চ, ২০২২, ২ years আগে

দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বেলাল খান

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। তার পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বেলাল খান একজন বাংলাদেশী সুরকার, গায়ক ও সংগীতায়োজক। ২০২০ সালের ‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায়রে’ গানের জন্য বেলাল খান ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ পুরস্কার পেয়েছেন। এই নিয়ে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা হয়ে গেল টাঙ্গাইলের সন্তান সংগীতশিল্পী ও সুরকার, সংগীত পরিচালক বেলাল খানের।

আজ দ্বিতীয়বারের মতো পুরস্কার গ্রহণ করেছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। কাজের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে দেয়ার জন্য এ কৃতজ্ঞতা জানান বেলাল।

বেলাল খান বলেন, আমি আমার আজকের অবস্থানের জন্য মা-বাবা, স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধু ও কলিগদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা ‘হৃদয় জুড়ে’ সিনেমার প্রযোজক এবং পরিচালকের প্রতি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জুরিবোর্ডের সম্মানিত বিচারকগণকে আমার সৃষ্টিকর্মকে মূল্যায়ণ করার জন্য।

বেলাল ব্যাংকে চাকুরীর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে চাকুরী ছেড়ে সঙ্গীত শুরু করেন। শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড দলও গঠন করেন। এসময় স্টেজ পারফরমেন্স করতেন। ২০০৯ সালে তিনি মনির খান ও বেবী নাজনীনের একক অ্যালবামের দুটি করে গান সুর করেন। শিল্পী কিরণের পাগল তোর জন্য রে গানটি ২০১১ সালে চলচ্চিত্রে ন্যান্সির সঙ্গে দ্বৈত সঙ্গীতে ব্যাপক পরিচিতি পান।

তিনি ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাগল তোর জন্য রে গানটি দিয়ে পরিচিতি পান। তিনি নিয়মিতভাবে চলচ্চিত্র, মিক্সড অ্যালবাম এবং নাটকের টাইটেল গান তৈরি ও সেগুলোতে কণ্ঠ দিতে থাকেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news