বিটিভি’র প্রচারিত নৃত্যানুষ্ঠানে ডোমারের তিন নৃত্যশিল্পীর পরিবেশনা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বিটিভি’র প্রচারিত নৃত্যানুষ্ঠানে ডোমারের তিন নৃত্যশিল্পীর পরিবেশনা

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হলো ডোমারের তিন নৃত্যশিল্পীর পরিবেশনায় নৃত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘নৃত্যের তালে তালে’। অন্যান্য কুশীলবরাও উত্তরবঙ্গের নৃত্যশিল্পী।

বুধবার (২৬শে জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয়েছে অনুষ্ঠানটি। লিখন রায়ের পরিচালনায় ও মাহফুজা আক্তারের প্রযোজনায় এবং মো. আনিস রহমান ও মো. ফেরদৌসের কোরিওগ্রাফিতে ‘মাটি তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়’ গানে নৃত্যটি পরিবেশনা করা হয়েছে।

ডোমারের তিন কৃতি নৃত্যশিল্পী হলেন—বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী ও ডোমারের প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক মো. আনিস রহমান, বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মো. ফেরদৌস ও সুবর্ণা আক্তার। অন্যান্য ৩ কুশীলব হলেন—নীলফামারীর খোকশাবাড়ির বৃষ্টি, গোড়গ্রামের মিথিলা ও লক্ষ্মীরহাটের মিঠু।

উল্লেখ্য, শরীর-ছন্দ, আত্মা, মন, সংগীত—এসব নিয়ে নান্দনিক ছন্দিত শরীরী প্রতিমার বিকাশ ও বিস্তার ঘটাতে চমৎকার কাজ করে যাচ্ছেন ডোমারের প্রখ্যাত দুই নৃত্যশিল্পী আনিস ও ফেরদৌস। যারা তাদের প্রশিক্ষণার্থীদের জাতীয় পর্যায়ের পুরষ্কার অর্জনে সহায়ক ভূমিকা পালন করছেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news