দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে মোট ৯টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি পদ গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহিন ভাবে উৎসব মুখর পরিবেশে বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪৮ জন। তার মধ্যে ১৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন। অনুপস্থিত ছিল ০৫ জন।
বিকেলে ভোট গণনা শেষে সভাপতি পদে নুর আলম আনারস প্রতীক নিয়ে ১১২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন চেয়ার প্রতীক নিয়ে ৩১ ভোট পেয়েছেন।অপরদিকে সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন ছাতা প্রতীক নিয়ে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুর হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৩১ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে রুহুল আমিন সরকার কাঁচি প্রতীক নিয়ে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন চশমা প্রতীক নিয়ে ৬০ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনার এএসএম ফারুক এই ফলাফল ঘোষনা করেন।
এছাড়াও সহ-সম্পাদক মোসলেম উদ্দিন রেন্টু, সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, অর্থ সম্পাদক রহুল আমিন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট কেন্দ্রের সার্বিক ত্বত্তাবধানে ছিলেন প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম, সহকারি প্রিজাইডিং আব্দুল জোব্বার ও শাহ আলম মন্ডল ।
পত্রিকা একাত্তর / এবিএম মুছা