'দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ নয় মাত্র ৪ কোটি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

'দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ নয় মাত্র ৪ কোটি

কুরবানী ইদে মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশজমজম। সম্প্রতি তিনি চুক্তিভঙ্গের অভিযোগ এনে অনন্ত জলিলের বিরুদ্ধে ইরান ও বাংলাদেশের আদালতে মামলা করবেন বলে জানিয়েছিলেন।

এবার তিনি নিজের ইনস্ট্রগ্রামে ‘দিন দ্য ডে’র জন্য তার সঙ্গে অনন্তের করা চুক্তিপত্র প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ছবিটির বাজেট মাত্র পাঁচ লাখ ডলার। নির্মাতা মোর্তজা অতাশজমজম জানিয়েছেন, ২০১৮ সালে চুক্তিটি সম্পন্ন হয়েছিল।

সে সময়ে ডলারের দাম ছিল ৮২ টাকা। সে হিসেবে ‘দিন দ্য ডে’ ছবির মূল বাজেট চার কোটি টাকার একটু বেশি। অবশ্য অনন্ত জলিল সব প্রচারণায় বলেছেন তার ছবির বাজেট ১০০ কোটি টাকা।

এই বিষয়ে মোর্তজা বলেন, ‘চুক্তি অনুযায়ী কথা ছিল অনন্ত জলিল পুরো টাকাটাই বিনিয়োগ করবেন। বিনিয়োগকারী হিসেবে তিনি ছবির লভ্যাংশের ৮৫ শতাংশ নেবেন এবং প্রযোজক হিসেবে তিনি ১৫ শতাংশ পাবেন। যেখানে অনন্ত আমাদের ইরানি টিমের পুরো পেমেন্ট পরিশোধ করেননি, সেখানে ছবির বাজেট কিভাবে ১০ মিলিয়ন ডলার হয়।অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট মাত্র ১০০ নয় মাত্র ৪ কোটি!

গণমাধ্যম এর হাতে আসা চুক্তিনামাটি বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর চুক্তিটি সই হয়। তাতে প্রথম পক্ষ ধরা হয় মোর্তজা অতাশজমজমকে এবং দ্বিতীয় পক্ষ অনন্ত জলিল। চুক্তি অনুযায়ী অনন্ত জলিল হবেন- বিনিয়োগকারী এবং মোর্তজা হবেন প্রযোজক।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রযোজক মূলত ছবিটি নির্মাণে সহায়তা করেন, তিনি আর্থিক কোনো বিনিয়োগ করেন না। চুক্তিনামায় বলা হয়েছিল, অনন্ত বাজেটের পাঁচ লাখ ডলার ছয় কিস্তিতে পরিশোধ করবেন। চুক্তি সইয়ের ৮ মাসের মধ্যে ছবি মুক্তির কথা ছিল।

ছবির দৈর্ঘ্য হওয়ার কথা ছিল ২ ঘণ্টা ৩০ মিনিট। তিন মাসে মোট ৭০ দিনে শ্যুটিং শেষ হওয়ার কথা ছিল। এদিকে, মোর্তজার চুক্তিনামা প্রকাশের ব্যাপারে বক্তব্য না দিলেও অনন্ত আগের অভিযোগের ব্যাপারে বলেছিলেন, মোর্তজা মিথ্যে বলেছেন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news