কক্সবাজারের রামুতে দুই যুবককে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রামু চৌমুহনী ভিক্টর প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন— উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দ্বীপ শ্রীকুলের নিরধন বড়ুয়ার ছেলে টিপু বড়ুয়া (৩৪) ও শুভধন বড়ুয়ার ছেলে দীপক বড়ুয়া (৩৩)।
টিপু বড়ুয়া জানান, চৌমুহনীতে অবস্থিত তার মোটর সার্ভিসিংয়ের দোকান বন্ধ করে আরেক সহযোগী দীপক বড়ুয়াসহ দ্বীপ শ্রীকুলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভিক্টর প্লাজার সামনে গেলে একটি সিএনজিযোগে ৫-৬ জন অজ্ঞাত লোক এসে মুহূর্তেই অ্যাসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
অ্যাসিড নিক্ষেপের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পত্রিকা একাত্তর / নুরুল হক সিকদার