গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সিপিবির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বঙ্গবন্ধু মুরাল চত্বরে কমিউনিস্ট পাটির উপজেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিছিল কন্যা কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লাকী আক্তার।
আরও বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমূখ। বক্তাগণ সরকারের বিভিন্ন সমালোচনা তুলে ধরে বক্তব্য দেন।
পত্রিকা একাত্তর / হযরত বেল্লাল