রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬: ৩০টার দিকে এ ঘটনা ঘটে। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী এসএম সুমন বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে ওই যুবককে রাস্তায় পড়তে দেখি। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ওই যুবক কীভাবে ফ্লাইওভার থেকে পড়ে যান তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি লাফ দিয়েছেন বলে দাবি করেছেন কেউ কেউ
তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি পেয়েছে পুলিশ। তবে সেটি ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো তথ্য উদ্ধার করা যায়নি। আপাতত তার ব্যবহৃত সিমকার্ড অন্য ফোনে চালু করে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার করে যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
পত্রিকা একাত্তর / আল-আমিন