আর্থিক সংকটের কারণে চিকিৎসার অভাবে মারা যাওয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারী গ্রামের বাবলুর আলীর অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় জৈষ্ঠ্য সাংবাদিক হারুন অর রশিদ।
মঙ্গলবার বিকালে বাবলুর দোকানের জন্য মালামাল কিনে গোয়ালকারীস্থ বাড়ীতে পৌছে দিন দেন। বাবলু আলী ওই গ্রামের মৃত তজিম উদ্দীনের ছেলে। স্ত্রী, দুই সন্তান ও মা রয়েছেন তাঁর পরিবারে। সাংবাদিক হারুন অর রশিদ জানান, আমি খোঁজ নিয়ে জেনেছি বাবলুর মা সুকলি বেগম টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারেনি।
ছোট দোকানটি ছিল একমাত্র উপার্জনের রাস্তা। সেটির মালামাল বিক্রি করে টাকা খরচ করেছেন চিকিৎসা কাজে। বাবলুর মৃত্যুর পর পরিবারটি এখন অসহায়। তাই আমার সামর্থ অনুযায়ী দোকানের মালামাল কিনে দিলাম। এগুলো বিক্রি করে তাঁরা লভ্যাংশের টাকা খাবে। সেই সাথে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, সাংবাদিক মাজেদুল ইসলাম হৃদয়, ফজলুর রহমান ও আব্দুস সবুর উপস্থিত। গেল ছয় মাস আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয় বাবলুর রহমান। টাকার অভাবে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে পারেনি তাঁর পরিবার। বাড়ীতে হোমিও চিকিৎসা করাচ্ছিল। গত ১৫ অক্টোবর বাবলু মারা গেলে পরিবারটি অসহায় হয়ে যায়।
পত্রিকা একাত্তর / আনোয়ার হোসেন আকাশ