ডোমারে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৩/১০/২০২২, ৫:৪৩ অপরাহ্ণ / ৭৪
ডোমারে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২২’। দিবসটি উপলক্ষ্যে একটি র‍্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) সকালে ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমাদ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সাইয়েদ মো. ইমরান, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সেলিম রেজা, সোনারায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ডোমারের পরিবেশ প্রকল্প বিষয়ক সংস্থা পল্লীশ্রী’র উদ্যোগে বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর / রিশাদ