বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ড্রাইভার এর পদ শূন্য


জেলা প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় : ১১/১০/২০২২, ৬:৪৩ অপরাহ্ণ / ১২২
বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ড্রাইভার এর পদ শূন্য

প্রায় ১ বছর আগে ড্রাইভার স্ট্রোকে মারা যান। চলতি বছরে , নুতন এ্যাম্বুলেন্স স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়। কিন্তু ড্রাইভার না থাকায় জনগনকে কাংখিত সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। বিষয়টি স্থানীয় এম পি (হুইপ) স্যার, সিভিল সার্জন স্যার,উপজেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মী সকলে অবগত। তারপরও জনগনের কিছু সেবা প্রদানের লক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ড্রাইভারকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ডিউটি পালন শেষে উক্ত ড্রাইভার বিকাল ও রাতে এমনকি ফ্রি থাকলে সকালেও সার্ভিস দেবার চেষ্টা করে ।ড্রাইভার তার এই ২৪/৭ সেবা দেবার পরও যদি তার প্রধান দায়িত্ব পালনকালিন (স্বাস্থ্য কর্মকর্তার ডিউটি পালন করার সময়)কোন রুগির সেবা দিতে না পারেন তখন এক শ্রেণীর মানুষ জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ,ড্রাইভার এমনকি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার উপর চড়াও হয়।এটা মোটেও কাম্য নয়।

হাসপাতাল কতৃপক্ষ নতুন ড্রাইভার চেয়ে সিভিল সার্জন ,মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রতি মাসে চিঠি দেয়। সিভিল সার্জন খুলনা এর মাধ্যম নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন ড্রাইভার পাচ্ছে না এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা /এ্যাম্বুলেন্স ড্রাইভার জরুরি ভাবে দরকার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলা শাখার,
সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার বলেন আজকে দুপুর 12 টার সময় রোশনারা বেগম, কে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা 500 শয্যি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় এম্বুলেন্স ড্রাইভার না থাকায় রোগী বিপাকে পড়ে কিশমত ফুলতলা, একমত অবস্থায় খুলনা সিভিল সার্জন এর নিকট সাধারণ জনগণের দাবি জরুরি ভিত্তিতে এম্বুলেন্সের ড্রাইভারের ব্যাবস্থা করে সাধারণ রোগীদের সেবা প্রদান করা সুযোগ করার দাবি রোগীর।

পত্রিকা একাত্তর / আক্তারুল ইসলাম