প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) এর উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।(৯ অক্টোবর) রবিবার দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রেস ক্লাবের সহযোগিতায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালে এ কর্মশালার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
পিআইবির সিনিয়র প্রশিক্ষক মজলিস ফুয়াদের সভাপতিত্বে ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়েলি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন।
সাংবাদিকদের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, ইরাক যুদ্ধে সাহসিকতার মধ্যে দিয়ে সংবাদ সংগ্রহ করকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক,প্রেস ইনস্টিটিউট প্রশিক্ষক, প্রখ্যাত সাংবাদিক আনিস আলমগীর।কর্মশালায় চন্দনাইশ, আনোয়ার, সাতকানিয়া, লোহাগাড়া, বোয়ালখালী, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন
আপনার মতামত লিখুন :