জামিল ১১ দিন পর হাসপাতাল থেকে বাসায়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ জুলাই, ২০২২, ১ year আগে

জামিল ১১ দিন পর হাসপাতাল থেকে বাসায়

১১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। আজ বাসায় যাওয়ার ছাড়পত্র পান তিনি জানান, এখন শারীরিক অবস্থা বেশ ভালো। তবে আপাতত পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।বুকে ব্যথা নিয়ে জামিল গত ১৪ জুলাই রাতে রাজধানীর একটি হাসপাতালে যান জামিল। এরপর অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরামর্শে তাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছিল।

আজ ( ২৫ জুলাই) সোমবার তার ভেরিফাই ফেসবুকে পেজে পোস্ট করেন তা হলো-ডাক্তারের পরামর্শে ১১ দিন পর আজ বাসায় ফিরছি। সকলের দোয়া প্রত্যাশি। গত ২৩ তারিখে আমি যখন এনজিওগ্রাম করার জন্য ওটি'তে গেলাম, তখন ওটি'র সিসটারেরা আমাকে বললেন, আরে জামিল ভাই, আপনি? যে মানুষটার নাটক দেখে আমরা এতো হাসি, ওই মানুষটার মুখ এমন দেখতে চাই না।

মাস্কটা খোলেন, আপনাকে আগে ভালোকরে দেখি। এনজিওগ্রাম ও রিং পরানোর পুরা সময়টাই ডাক্তার এবং সিসটারেরা আমাকে উজ্জিবীত করেছেন দারুনভাবে। কৃতজ্ঞতা হার্ট ফাউন্ডেশনের ডাক্তার, নার্স সহ সকলকে।

গত ১৫ তারিখে হাসতালে ভর্তি হবার পর থেকে নূর এ আলম নয়ন ভাই আমার বড় ভাইয়ের ভূমিকায় দিন-রাত যে পরিশ্রম ও মানসিক সাপোর্ট দিয়ে এসেছেন, তার অবদানের কথা বলে শেষ করতে পারবো না। বিশেষ কৃতজ্ঞতা ডা. এজাজ ভাইকে, যার সহমর্মিতার কথা আমৃত্যু ভোলার নয়।

কৃতজ্ঞতা আমার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্য সকল সংগঠনের নেতৃবৃন্দ, আমার সহকর্মী ও বন্ধুদের যারা সশরীরে এসে ও ফোন করে আমার খোঁজ-খবর নিয়েছেন এবং আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। উর্মিলা শত ব্যস্ততার মধ্যেও যে নিয়মিত খোঁজ-খবর নিয়েছে।

মনিরা আক্তার মিঠু আপা, তুমি এতো ব্যস্ততার মধ্যেও সশরীরে হাসপাতালে এসে আমাকে হাসির মেডিসিন দিয়ে গেছো । ভালো থাকিস, বোন আমার। ভালোবাসা বন্ধু শামিম শিকদার কে । কৃতজ্ঞতা সাংবাদিক ভাইদের, যারা আমার অসুস্থতার সংবাদ প্রকাশের মাধ্যমে আমার ভক্ত শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।

পত্রিকাএকাত্তর /মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news