উত্তরা সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ২৭/১০/২০২২, ৭:২৩ অপরাহ্ণ / ১৬১
উত্তরা সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাজধানীর উত্তরা সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২২ সালের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, এম মিজানুর রহমান, প্রফেসর ড. মোঃ আবদুল করিম। এছাড়া, আরও উপস্থিত ছিলেন উত্তরা সিটি কলেজ (স্কুল শাখার) প্রধান শিক্ষক সেলিনা আক্তার।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ মামুন অর রশিদ। এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন মোঃ আবদুল্লাহ। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।

স্মৃতিচারণ শেষে সারাদেশের সকল এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন। 

পত্রিকা একাত্তর / সামী আল সাদ আওন