রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মতবিনিময় সভা


উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল প্রকাশের সময় : ২৬/১০/২০২২, ৬:২৪ অপরাহ্ণ / ১০২
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসি জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক সহায়তা ইস্যুতে ও দলিত , আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং দলিত ও আদিবাসীরা উপস্থিত ছিলেন বুুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রাণীশংকৈল পৌরশহরের উপজেলা ইএসডিও’র হলরুমে প্রেমদীপ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা হয়।

ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সভায় আদিবাদি সমাজ উন্নয়ন সংগঠনের সাবেক সভাপতি সিংরাই সরেন মানিক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেমদীপ প্রকল্পের উইমেন ইম্পাওয়ারমেন্ট অফিসার মরমীতাজ ইসলাম, উপজেলা ম্যানেজার খাযরুল আলম।

সাংবাদকর্মিদের মধ্যে প্রস্তাবসহ পরামর্শমূলক বক্তব্য রাখেন, রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাংবাদিক মোবারক আলী, আশরাফুল আলম, নুরুল হক, মো. বিপ্লব, আনোয়ার হোসেন আকাশ, আনোয়ার হোসেন জীবন , বিজয় রায়, খুরশিদ আলম শাওন, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, মাহবুব আলম, রফিকুল ইসলাম সুজন প্রমুখ।

সভায় উপজেলার বসবাসকারী পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠী দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সামাজিক, সাংস্কৃতিক ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয়। দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের আহবান জানানো হয়। দলিত আদিবাসি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কাযক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন উইমেন ইমপাওয়ারমেন্ট অফিসার মরমীতাজ ইসলাম।

স্বাগত বক্তা প্রেমদীপ প্রকল্পের অধীনে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে নিয়ে ইতোমধ্যে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের একটি চিত্র তুলে ধরেন। এবং সাংবাদিকদের এসব কর্মকান্ড তুলে ধরার আহবান জানান

পত্রিকা একাত্তর / আনোয়ার হোসেন আকাশ