নীলফামারীর ডোমারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭৭তম শাখার উদ্বোধন করা হয়েছে আজ।
সোমবার (২৪শে অক্টোবর) দুপুরে ডোমার বাজারের ডিবি রোডে সোশ্যাল ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করেন—সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. মো. মাহমুব উল আলম। এতে সভাপতিত্ব করেন—ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা প্রধান অফিসের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন মনিরুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ডিএমডি সামসুল আলম, ব্যাংকের ডোমার শাখার ব্যবস্থাপক কবিরুল ইসলাম, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার,
ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক প্রমূখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন—ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল খালেক।
পত্রিকা একাত্তর/রিশাদ