বাঘায় ডিলার ভিত্তিক রিটেইনার মিটিং অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় : ১১/১০/২০২২, ৮:০৯ অপরাহ্ণ / ৯৭
বাঘায় ডিলার ভিত্তিক রিটেইনার মিটিং অনুষ্ঠিত

“ব্র্যাক সিডের হাইব্রিড ধান কৃষক হাসে জুড়ায় প্রাণ” “সোনালী দানার সেরাজাত (জুবরাজ) ভুট্টায় বাজিমাত”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় ডিলার ভিত্তিক রিটেইনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্রাক সিড এ্যান্ড এগ্রো এন্টার প্রাইজ বাঘা উপজেলার ডিলার ও বাঘা বীজ ভান্ডারের সত্তাধিকারী শহীদুল ইসলাম এর আয়োজনে চাষীদের নিয়ে এ প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় বাঘা ইসলামি উচ্চ বিদ্যালয় এ্যান্ড কারিগরি কলেজের এক কক্ষে এ প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ইসলামি উচ্চ বিদ্যালয় এ্যান্ড কারিগরী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্র্যাক সিড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ রাজশাহী জোনের রিজিওন্যাল ম্যানেজার আরিফুল ইসলাম, নাটোর জোনের টেরিটরী অফিসার মাহবুব আলম।

উল্লেখ্য, ব্রাক সিডের হাইব্রিড ধান, যুবরাজ জাতের, ভুট্রা, আলু, বেগুন, মরিচ, কড়লা, মিষ্টি কুমড়া, পেঁপে, ফুল কপি, পাতাকপি, মুলা, টমেটো, শসা, ধুমা, চিচিংগা, ভেন্ডি, তরই, পেঁপে, পেঁয়াজ প্রভৃতি চাষ করার নিয়ম পদ্ধতি বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে অর্ধ শতাধিক রিটেনারকে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাকারিয়া ইসলাম (পিডিএস) রাজশাহী জোন।

পত্রিকা একাত্তর / রবিউল ইসলাম