অভিনেত্রী আয়েশা সালমা মুক্তির জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৫ মে, ২০২২, ১ year আগে

অভিনেত্রী আয়েশা সালমা মুক্তির জন্মদিন আজ

বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শুরু। এর পর আর পেছনে ফিরে দেখা হয়নি এই সুন্দরী অভিনেত্রীর। একের পর এক করে চলেছেন টিভি নাটকে অভিনয়। নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন বাংলা নাটকের আঙ্গিনায়। হাস্যময়ী এই বাঙালী অভিনেত্রীর নাম আয়েশা সালমা মুক্তি।

স্কুলে পড়ার সময়ই ‘বিনোদন বিচিত্রা’ ফটোসুন্দরী হয়ে মিডিয়ায় তার অভিষেক ঘটে। সবার কাছে তিনি মুক্তি নামে পরিচিতি পান। মিজানুর রহমান পরিচালিত ‘অগ্নিগিরি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিনয়ে তার যাত্রা শুরু হয়।

এতে তিনি তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর কেটে গেছে অনেক বছর। মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ছোট ও বড় পর্দায় অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রে আরজুর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মুক্তির।

ছবির পাশাপাশি এর গানগুলো বেশ প্রশংসিত হয়। এরপর আবারো বিরতি। আর বিরতির পর শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। তবে তাকে খুব কম কাজ করতে দেখা যায়।

অভিনেত্রী মুক্তি বলেন, আর আমি ছোট ও বড় দুই পর্দাতেই কাজ করতে চাই। কোনো পর্দাকেই গুডবাই জানাতে চাই না। কারণ দুই পর্দায় কাজের মাধ্যমেই আমার পরিচিতি তৈরি হয়েছে। এখন আবার বড় পর্দায় কাজের বিষয়ে কথা চলছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই আমি চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়াব। মনের মতো ছবি দর্শককে উপহার দিতে চাই।

তার অভিনীত নাটকগুলো হলো ‘রঙের মানুষ’, ‘চারকন্যা’, ‘হাউজ নাম্বার ৭৭৭’, ‘দূরত্ব’, ‘চতুরঙ্গ’, ‘গ্রামের বউ’, ‘মামার হাতের মোয়া’, ‘হাওয়াই মিঠাই’, ‘সহযাত্রী’সহ বেশকিছু নাটক দর্শক খুব পছন্দ করেছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি ‘ফুজি ফেয়ারনেস ক্রিম’, ‘ইকোনো বলপেন’, ‘সার্ফ এক্সেলে’র বিজ্ঞাপনচিত্রেও মডেল হতে দেখা গেছে তাকে।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news