আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড গারুড়িয়া বাজার আউটলেট শাখার শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

৭ এপ্রিল, ২০২২, ২ years আগে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড গারুড়িয়া বাজার আউটলেট শাখার শুভ উদ্বোধন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

সুদের সীমাহীন ব্যাংকিং আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকিং। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৬০১তম আউটলেট শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বরিশাল শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুম মুনির প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেট শাখাটি উদ্বোধন করেন। গারুড়িয়া বাজার কমিটির সভাপতি আব্দুস সাত্তার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আউটলেট শাখার পরিচালক মোঃ আশিকুর রহমান ও রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুজ্জামান খান এবং আউটলেট শাখার ম্যানেজার মোঃ মিজান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আউটলেট শাখার অপারেশন ম্যানেজার মোঃ জামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুম মুনির বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সব শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

বরিশাল শাখার এক্সিকিউটিভ অফিসার মাওলানা মোঃ বশির উল্লাহ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।

দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড গারুড়িয়া বাজার আউটলেট শাখা এ এলাকার উন্নয়নে সহযোগী হবে।

অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ গ্রাহকের ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনীর ১ কপি ভোটার আইডি কার্ড ও জন্মনিবন্ধনের ফটোকপি দিয়ে একাউন্ট খোলা যাবে।

পল্লী বিদ্যুৎ সমিতির বিল গ্রহন,যেকোন পরিমান স্থায়ী আমানত, ব্যাংকের যে কোনো একাউন্টে ফান্ড ট্রান্সফার, সকল ধরনের একাউন্ট খোলা,দেশব্যাপী সম্পূর্ন অনলাইন সেবা, ডেবিট মাস্টারকার্ড প্রদান,নূন্যতম সার্ভিস চার্জ প্রদান, ডিপিএস প্রতিমাসে ২০০ থেকে ৫০ হাজার করা যাবে।

সর্বনিম্ন ব্যালেন্স একাউন্ট খোলা, মাসিক জমা ভিক্তিক সঞ্চয় প্রকল্প, গোপন নম্বর ও একাউন্টের মাধ্যমে রেমিটেন্সের টাকা প্রদান সহ যে কোনো লেনদেনে স্বয়ংক্রিয় মোবাইল এসএমএস, কম্পিউটার জেনারেটড ট্রানজেকশন স্লিপ দেয়া হয়। একাউন্ট পরিচালনায় বাৎসরিক কোন সার্ভিস চার্জ নেই বিশেষ সুবিধা সপ্তাহের ৫ দিন নগদ জমা ও উত্তোলন করা যাবে।

পত্রিকা একাত্তর / ইমাম হোসেন হৃদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news