সহিংস উগ্রবাদ প্রতিহত করণে উঠান বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

সহিংস উগ্রবাদ প্রতিহত করণে উঠান বৈঠক অনুষ্ঠিত

"বাড়াবো হাত- রুখবো উগ্রবাদ" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে "দি এশিয়া ফাউন্ডেশন "ও চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ চকবাজার থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো সামাজিক সচেতনতামূলক উঠান বৈঠক। ১০ শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৫ টায় চকবাজার পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে যুবকদের অংশগ্রহণ উগ্রবাদ প্রতিহত করণে সচেতনতা বৃদ্ধি মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহিদুল আলমের ছেলে যুব নেতা মাইনুল কামালের সভাপতিত্বে ও দি এশিয়া ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার শবনম মোস্তারীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিপন পাল এস আই(চকবাজার থানা সিএমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাঈনুদ্দিন চৌধুরী (প্রধান শিক্ষক বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়) এয়ার মোহাম্মদ (সভাপতি সবুজবাগ কল্যান সমিতি) চৌধুরী জসীমুল হক( টি এন্ড এফ প্রধান নির্বাহী) মোঃ নাছির উদ্দিন (প্রোগ্রাম অফিসার টি এন্ড এফ) ও হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানের সুচনায় কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু মিয়া। এলাকার স্থানীয় বাসিন্দা ও ছাত্র ছাত্রীদের অভিভাবকদের অংশগ্রহণে উক্ত সভায় বক্তারা বলেন সহিংস উগ্রবাদ বা চরমপন্থা প্রতিহতে কমিউনিটি পুলিশিং ফোরামের খুবই কার্যকরী ভূমিকা রয়েছে।

কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম সহিসং উগ্রবাদ বা চরমপন্থা প্রতিহত করতে জোরালো ভুমিকা পালন করতে পারে।এই উগ্রবাদ প্রতিহত করতে নিজ নিজ পরিবার থেকে অভিভাবক,যুবক, তরুণ,পাড়া বা এলাকার লোকজনকে নিয়ে উগ্রবাদ বা জঙ্গিবাদ বিষয়ক সচেতনতামূলক সভা বা উঠান বৈঠক এলাকা ভিত্তিক করা গেলে অনেক টা সুফল আসবে সেই সাথে যুবক, তরুনদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতি, খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news