বটিয়াঘাটার পল্লীতে মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুদ্দুস শেখ নামের এক মিল শ্রমিক রক্তাক্ত জখম হয়েছে। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তার অবস্থা বর্তমান আশংকা জনক।
গতকাল রবিবার ভোর পাঁচটার সময় ওই মিল শ্রমিক গাওঘরা ওয়াপদা রাস্তা শ্মশানঘাট নামক স্থানে হাঁটতে বেরোলে, মাদক সেবনকারীরা তার ওপর হামলা চালায়। পরে ওই মাদক সেবনকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এমনকি তার পায়ের বিভিন্ন অংশে লোয়ার রড ঢুকিয়ে ক্ষতবিক্ষত করে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,গত শনিবার রাতে স্থানীয় গাওঘরা এলাকার মান্নান মোড়ল এর পুত্র মনছুর মোড়ল, দাউদ শেখের পুত্র নয়ন শেখ ও কালাম শেখের পুত্র নান্টু শেখ এরা তিনজন মিলে কুদ্দুস শেখের বাড়ির ভিতর বাগানে গাজা খাচ্ছিল। তাদেরকে গাজা খাওয়া দেখে কুদ্দুস প্রতিবাদ করে। এবং বলে এখান থেকে তোমরা চলে যাও। এবিষয় নিয়ে উভয়ের ভিতর কথা কাটাকাটি হয়। গাজা সেবনকারি ঐ তিনজন পরেরদিন রবিবার ভোরে উক্ত ঘটনা ঘটায়। এরিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি।
এলাকার ইউপি সদস্য এস এম ফরিদ রানা বলেন, ঘটনাটি সত্য। সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত কুদ্দুস কে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা জালাল বলেন,এখন কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থৃ গ্রহন করব।