পাবনার ঈশ্বরদী উপজেলার দাশপাড়া মোড়ে মঙ্গলবার (২০ মে) সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মো. আলমাস (২৪) নামে এক মেকানিক প্রাণ হারিয়েছেন।
এটি ঘটে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাশপাড়া মোড়ে, সকাল সাড়ে ১০টার দিকে। নিহত আলমাস ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিজ বাড়িতে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা মাসুম জানান, আলমাস সকালে একটি গ্রাহকের মোটরসাইকেল মেরামত করে ট্রায়াল দিতে বের হন। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর দাশপাড়া মোড়ে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।