দেশের পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর সবার প্রিয় শিশির আসাদ। শিক্ষার্থীরা যাতে প্রাইভেট কোচিং এর অভাবে ঝরে না পড়ে, সে জন্য প্রতিষ্ঠা করেছেন ফ্রি অনলাইন স্কুল। শুধু তা-ই নয়, যারা বই খাতা ও শিক্ষাসামগ্রী কিনতে পারে না, তাদের জন্য সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ এছাড়াও তার এলাকা সহ সারাদেশ ব্যাপী অসুস্থ দুস্থ মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন৷
শিশির আসাদ ১৯৯৮ সালের ১৫ আগষ্ট হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা জনাব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম৷ এলাকাবাসী সংবাদ প্রতিবেদককে জানান শিশির আসাদ এলাকায় আসলে সবার খোঁজ খবর নেন৷ গরীব অসহায়দের সহযোগিতা করেন৷ তিনি এলাকায় আসাদ ভাই নামেই সমধিক পরিচিত৷
শিশির আসাদের উদ্যোগের কারণে পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থী প্রভূত উপকার পাচ্ছে। তাঁর এক শিক্ষার্থী মো. শফিউল্লাহ বলেন, ‘নবম শ্রেণিতে আর্থিক সমস্যার কারণে সেশন ফি দিতে পারিনি। পরে শিশির আসাদ ভাইয়া বিদ্যালয়ে এসে সমস্ত বকেয়া পরিশোধ করে দিলেন৷ তবে শর্ত দিলেন ভালোভাবে পড়ার। ভাইয়ের অনুপ্রেরণাতেই আজ আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পত্রিকা একাত্তর / সাদিয়া রাহমান