উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নড়াইল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ১নং সংরক্ষিত নারী ওয়ার্ডে শাহীনুর আক্তার রুমা এবং ২নং সংরক্ষিত নারী ওয়ার্ডে জেসমিন সুলতানা বিজয়ী হয়েছেন ।
এছাড়া সাধারণ ১নংওয়ার্ডে (কালিয়া উপজেলা) খান শাহীন সাজ্জাদ, ২নং ওয়ার্ডে (নড়াইল সদর) খোকন সাহা এবং ৩নং ওয়ার্ডে (লোহাগড়া উপজেলা) শামসুল আলম কচি জয়লাভ করেছেন।
নির্বাচনে সংরক্ষিত দু’টি নারী আসনে ৭জন এবং সাধারণ ৩টি ওয়ার্ডে ১২জন নির্বাচন করেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিল ৫৫২জন।
এর মধ্যে ভোট প্রদান করেছেন-৫৫১ জন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট প্রদান অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু