বাংলাদেশ স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা’-এর নৃত্য বিভাগে প্রথম হয়েছে নীলফামারীর ডোমারের ছোটরাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও দিনাজপুর অঞ্চলের কাব স্কাউট জুই রানী। তার কৃতিত্বে আনন্দিত পরিবার, শিক্ষক-সহপাঠী সহ ডোমারবাসী।
রবিবার (১৬ই অক্টোবর) বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগ কর্তৃক পরিচালিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দিনাজপুর অঞ্চলের কাব স্কাউট জুই রানী নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
ক্ষুদে নৃত্যশিল্পী জুই রানী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলি এলাকার ললিত রায়ের কন্যা। সে ডোমার উপজেলার ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ডোমারের স্পন্দন আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য একাডেমির একজন শিল্পী হিসেবে ডোমারের আরেক কৃতি সন্তান ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী মো. ফেরদৌসের কোরিওগ্রাফিতে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জুই।
কৃতিত্বের ব্যাপারে জুই রানী বলেন, আমি আমার পরিবার ও নৃত্য শিক্ষকের অনুপ্রেরণায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমার নৃত্য বেশ মুগ্ধ করেছিল বিচারকদের। তারা আমায় জাতীয় পর্যায়ে প্রথম স্থানে নির্বাচিত করায় আমি খুবই আনন্দিত। সামনে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে চাই। সকলে আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।
এ-ব্যাপারে ছোটরাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী বলেন, নৃত্যশিল্পী জুই রানীর এমন সাফল্যে আমরা গর্বিত। নৃত্যে তার অসাধারণ মেধা থাকায় আমরা তাকে সবাই মিলে সহযোগিতা ও অনুপ্রেরিত করি সামনের দিকে এগিয়ে যেতে। সে আরও অনেক দূর এগিয়ে যাক, এই কামনা করি।
উল্লেখ্য, গত ১২ই অক্টোবর অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনায় বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। যার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এখানে দেশের ১৩টি স্কাউট অঞ্চলের কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটরা।
পত্রিকা একাত্তর / রিশাদ