ডোমারে চালু হলো কম্পিউটারাইজ পদ্ধতিতে রেলের টিকেট

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে চালু হলো কম্পিউটারাইজ পদ্ধতিতে রেলের টিকেট

ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া পেতে শুরু করেছে ডোমার রেলওয়ে স্টেশন। আজ থেকে চালু হলো স্টেশনের কাউন্টারে কম্পিউটারাইজ পদ্ধতিতে টিকেট বিক্রি। এতে কালোবাজারি কিংবা অন্যান্য অনিয়মের কোনো উপায় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১লা জুলাই) সকাল থেকে ডোমার রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে শুরু হয়েছে কম্পিউটারাইজ পদ্ধতিতে টিকেট বিক্রয়। যাত্রীরা নির্বিঘ্নে কাটছে টিকেট, নেই কোনো অভিযোগ। ভোর সকালে রাজশাহী গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রয়ের মাধ্যমে চালু হয় কম্পিউটারাইজ পদ্ধতিতে রেলের টিকেট বিক্রয়।

গত ৮ই জুন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বিআরআইটিএস এর আওতাধীন স্টেশন সমূহের আন্তঃনগর ট্রেনের কম্পিউটার টিকেটের চাহিদাপত্র আহ্বান করা হয়। এতে ডোমার রেলওয়ে স্টেশনের কোড দেওয়া হয় DOM।

এবিষয়ে ডোমার রেলওয়ে স্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম জানান, ডোমারবাসীর রেলের টিকেট বিড়ম্বনা ঘোচাতে কাউন্টারে কম্পিউটারাইজ পদ্ধতিতে টিকেট ক্রয়-বিক্রয় শুরু হয়েছে। অর্ধেক অনলাইনে ও বাকি অর্ধেক কাউন্টারে টিকেট পাবে যাত্রীরা। এছাড়া অনিয়ম কিংবা দুর্নীতির সুযোগ থাকছে না এই পদ্ধতিতে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news