অবশেষে আজ রাত ৮ টায় ( বাংলাদেশ সময় ) শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। সুপার ফোরে ৩ ম্যাচের ৩টি ম্যাচেই জয় লাভ করে তালিকার শীর্ষে শ্রীলঙ্কা এবং ৩ টি ম্যাচের ২ টি ম্যাচ জয় লাভ করে তালিকায় ২ য় স্থানে পাকিস্তান। এবং এই দুটো দলই ফাইনালে জায়গা করে নেয় ৷ সুপার ফোর থেকে আরো দুটি দল ছিটকে পড়ে।
তিন ম্যাচের একটিতে জয় পেয়ে তালিকায় তৃতীয় ভারত এবং সবগুলো ম্যাচ হেরে তালিকায় সবচেয়ে নিচে আফগানিস্তান। পরিসংখ্যান থেকে জানা যায়, এবারের আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলী (২৭৬ রান) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান (২২৬ রান )। এক ম্যাচে সর্ব্বোচ রান সংগ্রহকারী বিরাট কোহলী (১২২ রান) । সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার (১১ উইকেট) এবং দ্বিতীয় মোহাম্মদ নাওয়াজ (৮ উইকেট)।
বেস্ট বোলিং ফিগারে তালিকায় প্রথম ভুবনেশ্বর কুমার, মাত্র ৪ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। এবং দ্বিতীয় অবস্থানে থাকা সাদাব খান, মাত্র ৮ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট৷ ব্যাটিং এভারেজ তালিকার শীর্ষে বিরাট কোহলী (৯২.০০)। বোলিং এভারেজ তালিকায় শীর্ষে ডিপাক হুদা (৩.০০)। সেঞ্চুরি ১টি ( বিরাট কোহলী)। হাফসেঞ্চুরির তালিকায় প্রথমে রয়েছেন কুশাল মেন্ডিস (২টি), দ্বিতীয় অবস্থানে রিজওয়ানো (২টি)।
সর্বোচ্চ ইকোনমিকাল বোলার রাবিন্দ্র জাদেজা (৪.৩৩)। তৃতীয় অবস্থানে রয়েছেন আমাদের সাকিব আল হাসান। সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা হাঁকিয়েছেন রহমতুল্লাহ গুরবাজ (১২টি) এবং বিরাট কোহলী (১১টি)। সবচেয়ে বেশি সংখ্যক চার বিরাট কোহলী (২০টি) এবং মোহাম্মদ রিজওয়ান (১৭টি)।
সবশেষে, এশিয়া কাপের ১৫তম আসরের শিরোপা বিজয়ী কে হয় সেটার জন্য অপেক্ষা করছে এশিয়ান ক্রিকেটপ্রেমীরা। কি হবে এবার? পাকিস্তানের ৩য় নাকি শ্রীলঙ্কার ৬ষ্ঠ?। জানতে হলে চোখ রাখুন পত্রিকা ৭১-এর পেইজে। ধন্যবাদ।
পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি