আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর- লক্ষ্যে বাংলাদেশ ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। ১৫ জনের এই দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম৷ অধিনায়কত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সহ-অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস।
দলে জায়গা পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানসহ, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বী, আফিফ হোসাইন ধ্রুব, নুরুল হাসান সোহান,সাব্বির রহমান,নাজমুল হোসাইন শান্ত,মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসাইন ও নাসুম আহমেদ। এবং অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার, মাহদী হাসান,শরিফুল ইসলাম ও রিসাদ হোসাইনকে।
এবারের আসরের দলে সিনিয়র হিসেবে সাকিব আল হাসান ব্যতিত কেউই নেই৷ পঞ্চ-পান্ডবের ইতি হয়তো এভাবেই হবে। অল্প কিছুদিন আগে এশিয়া কাপ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা দেন মুশফিকুর রহিম। প্রতিবারের মতো মতো এবারো সমালোচনা শুরু হয়েছে দল নিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে শান্তকে দলে আনা আদৌও কি ঠিক হয়েছে, এমনটাই সমালোচনায় মুখরিত সামাজিক যোগাযোগ মাধ্যম।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ” আমরা চ্যাম্পিয়নও হতে পারি, অসম্ভব কিছুনা “। এবং বোর্ড চেয়ারম্যান নাজমুল হাসান পাপন বলেছেন, ” আমাদের টার্গেট এবারের নয়, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ “।
অক্টোবর মাসেই বাংলাদেশ যাচ্ছে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে শেষ সিরিজ খেলতে। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড-এর মধ্যকার ত্রিদেশীয় সিরিজ খেলতে। দেখা যাক শেষ অবধি কি এনে দিতে পারে নবাগত রা।
পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি
আপনার মতামত লিখুন :