গহীন পাহাড় থেকে ২৭ টি মহিষ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশখালী

১০ জুন, ২০২২, ১ year আগে

গহীন পাহাড় থেকে ২৭ টি মহিষ উদ্ধার

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের গহীন পাহাড়ের নাক কাটা নামক স্থান থেকে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় ২৭ টি মহিষ উদ্ধার করতে সক্ষম হয়েছেন মহেশখালী থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়,১০ জুন (শুক্রবার) বিকাল আনুমানিক ০৩-০০ টার সময় ছোট মহেশখালীর গহীন পাহাড়ে কাজ করতে যাওয়া কিছু লোকজন নাক কাটা নামক স্থানে মা,বাচ্ছা সহ একঝাক মহিষ দেখতে পায়। পরে তারা স্থানীয় চেয়ারম্যান রিয়ান শিকদার কে খবর দিলে উনি তাৎক্ষণিক মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআব্দুল হাইকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।

খবর পাওয়ার পর মহেশখালী থানার এস আই হাসান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টীম ঘটনাস্থলে পৌছান।পুলিশ যাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চৌকিদার ও এলাকাবাসীর সহযোগিতায় সেখান থেকে মা,বাচ্ছা সহ মোট ২৭ টি মহিষ উদ্ধার করতে সক্ষম হয়।

ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ান শিকদার জানান,ছোট মহেশখালীর গহীন পাহাড়ের নাক কাটা নামক স্থানে কাজ করতে যাওয়া কিছু লোকজন আমাকে ফোন করে কিছু মহিষের খবর দিলে তিনি তাৎক্ষণিক মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআব্দুল হাইকে বিষয়টি অবহিত করলে উনি দ্রুত পুলিশ পাঠায়।পুলিশ এসে ইউনিয়ন পরিষদের চৌকিদার ও এলাকাবাসীর সহযোগিতায় ২৭ টি মহিষ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।তিনি আরও জানান উদ্ধারের পর তাৎক্ষণিক মহিষের কোন মালিক না পাওয়াতে উনার জিম্মায় ছোট মহেশখালীর মাঝেরপাড়ার কবরস্থানের মাটে রেখেছেন এবং সঠিক মালিক খোজে পেলে তাদেরকে মহেশখালী থানা পুলিশ মহিষগুলো ফিরিয়ে দেবেন বলে জানান।

ছোট মহেশখালীর গহীন পাহাড়ের নাক কাটা নামক স্থান হইতে ২৭ টি মহিষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার এস আই মোঃহাসান মাহমুদ।তিনি আরও জানান,মহিষগুলোর সঠিক মালিক খোজে পেলে তাদেরকে মহিষগুলো হস্তান্তর করা হবে।

পত্রিকা৭১/ শফিউল আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news