সরিষাবাড়ি শিশুয়া-বাঘমারা ব্রীজের সংযোগ সড়ক আবারও ভেঙে চরাঞ্চলের মানুষ চরম দূর্ভোগে

সরিষাবাড়ি প্রতিনিধি

সরিষাবাড়ি প্রতিনিধি

১৮ জুন, ২০২২, ১ year আগে

সরিষাবাড়ি শিশুয়া-বাঘমারা ব্রীজের সংযোগ সড়ক আবারও ভেঙে চরাঞ্চলের মানুষ চরম দূর্ভোগে

জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নে শিশুয়া বাঘমারা ব্রিজের সংযোগ সড়ক আবারও বন্যায় ভেঙে চরাঞ্চলের প্রায় ৫০ গ্রামের জনসাধারণ যাতায়াত,যানবাহন, চলাচল এবং মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা শিকার হতে হবে।

সরিষাবাড়ি উপজেলা সদরের সঙ্গে ১নং সাতপোয়া ইউনিয়নের পশ্চিমাঞ্চল পাশের উপজেলা মাদারগঞ্জের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ চর শিশু এবং বাঘমারা সেতুটি। ঝারকাটা ঝিনায় নদীর উপর নির্মিত এই ব্রিজের পশ্চিম পাশের সড়কটি ২০২০ সালে বন্যায় ভেঙে যায় এবং ২০২১ সালে বন্যায় সেতুর নিচ থেকে মাটি সরে যাওয়াই দীর্ঘ কয়েক দিন মানুষের চলাচল অসম্ভব হয়ে পড়ে সরকারি অর্থায়নে এই কাজটি করে থাকে কিন্তু গতকাল ১৭-০৬-২০২২ তারিখ বিকাল থেকে ব্রিজ এর সাথে সংযোগ সড়কটি আবারো ভাঙ্গা শুরু করে এবং রাত থেকে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুই-একদিনের মধ্যে মানুষ হেঁটে চলাচল করতে পারবে না। এতে উপজেলার সাতপোয়া ইউনিয়নে প্রায় ২০/২৫ টি গ্রামসহ পাশের মাদারগঞ্জ উপজেলা বগুড়া জেলার সারিয়াকান্দি, সিরাজগঞ্জ জেলার কাজিপুরে প্রায় ৫০ টি গ্রামের লক্ষাদিক মানুষের দুর্ভোগ। এটার বিকল্প রাস্তা হিসেবে আরেকটি রাস্তা কামরাবাদ গত বছরের বন্যায় সেটাও বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন- সামনে এসএসসি ও সমমান পরীক্ষা ছাএদের যাওয়া আসা কোন বিকল্প নেই। শুধু তাইনয় সামনে কুরবানির ঈদ কোরবানির পশু বাজারে আসা যাওয়া অনুপোযোগী। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আমাদের জুড়ালো আবেদন জরুরি ভিত্তিতে সংযোগ সড়কটি সংস্কার ব্রিজটি রক্ষার দাবি জানাচ্ছি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news