দিনাজপুরে বিএনপির কর্মসূচি দলীয় কার্যালয় চত্তরে সীমাবদ্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

২ মার্চ, ২০২২, ২ years আগে

দিনাজপুরে বিএনপির কর্মসূচি দলীয় কার্যালয় চত্তরে সীমাবদ্ধ

বিএনপি জোট সরকার আমলের বাজারের দরের সাথে বর্তমান বাজার দরের তুলনা তুলে ধরে অবসর প্রাপ্ত ভাইস মার্শাল সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শুধু আমরা না অন্যান্য যে ছোটছোট দল আছে তারাও এই সরকারের অধিনে নির্বাচনে যাবেনা। দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে তিনি আজ বুধবার দুপুরে দিনাজপুরের (জেল রোডস্থ) দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ঢাকার গতকালের বাজার দরের বিস্তারিত তালিকা উল্লেখ করে তিনি বলেন. বিএনপির আমলে মিনিকেট চাল ছিল ১৮ টাকা কেজি, সেই চাল উঠেছে ৬২ টাকায়, পোলার চাল ছিল ৪০ টাকা , আর এখন বিক্রি হচ্ছে ১শ থেকে ১২০ টাকায়।

২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে তিনি আরো বলেন, ওই সময়ে দেশ থেকে লুট হয়েছে ৬লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, খুন হয়েছে ৩৮ হাজার, গুম হয়েছে ৬ হাজার ৬৬০জন, ধর্ষন হয়েছে ১৯ হাজার ৭২০জন, মাথা পিছু ঋন হয়েছে ৬০ হাজার টাকা, প্রতিটি সন্তান মাথা পিছু ৬০ হাজার টাকা ঋনের বোঝা নিয়ে জন্ম গ্রহন করছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক সাবেক এমপি রেজিনা ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুব দলের সহ সভাপতি রুহুল আমিন আকিল, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারি এম এ জলিল, সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া এবং হাসানুজ্জামান উজ্জলসহ অন্যান্যরা। পুলিশী আপত্তির কারনে বিএনপির কর্মসূচি দলীয় কার্যালয় চত্তরে সীমাবদ্ধ ছিল, রাস্তায় বেরুতে দেয়নি পুলিশ। তবে এর আগে প্রধান অতিথিকে দলীয় শ্লোগানে বরন করে নেন তারা।

পত্রিকা একাত্তর /মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news