রেলওয়ের জমিতে পাকা বাড়ি, কর্তৃপক্ষ নিরব কেন?

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৮ জুলাই, ২০২২, ১ year আগে

রেলওয়ের জমিতে পাকা বাড়ি, কর্তৃপক্ষ নিরব কেন?

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ের জমি দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। রহনপুর রেলওয়ের জমিতে পাকা বাড়ি নির্মাণের পরেও স্থানীয় রেল কর্তৃপক্ষ নিরব থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রহনপুর পৌর এলাকার বিজিবি ক্যাম্পের পশ্চিমে (কেডিসি পাড়া) চার কক্ষ বিশিষ্ট বাড়িটি নির্মাণ করছেন স্থানীয় কাইয়ুম নামের এক ব্যক্তি।

সোমবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, আব্দুল কাইয়ুম আলী জমিটির পজিশন কিনে বাড়ি নির্মাণ করছেন। এ ব্যাপারে বাড়িটি নির্মাণে কোন বাঁধা হয়নি বলেও তাঁর ভাই রুবেল জানান। তিন বছর ধরে বাড়িটি নির্মাণ করা হচ্ছে।

কত সাংবাদিক, বড়বাবু, রেলওয়ে পুলিশ এলো আমাদের বাড়ি নির্মাণ করেই যাচ্ছি‌। অযথা আপনারা আসছেন। আর এলেন যখন তখন ছবি তুলে নিয়ে গিয়ে ছেড়ে দেন। আমাদের কিছুই হবে না। আমরা বাড়ি নির্মাণ করবোই। কোন বাঁধা আমাদের রুখতে পারবে না বলে জানান বাড়ি নির্মাণ কারির ভাই রুবেল আলী।

স্থানীয়দের অভিযোগ, বাড়িটি রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে ছাদ ঢালাই দিয়ে বাড়ি নির্মাণে অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কেউ বাঁধা প্রদান করেনি। এ বিষয়ে আব্দুল কাইয়ুম আলীর সাথে যোগাযোগ করা হলে, তিনি বাড়ি নির্মাণের কোনো কাগজ-পত্র দেখাতে পারেনি। পরে তিনি এলাকার জুয়া ও মাদক সম্রাট নামে খ্যাত আল-আমিন-কে দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

বাড়ি নির্মাণের বিষয়ে রহনপুর রেলওয়ে (আরএনবি) এর উপ-পরিদর্শক মো. কাওসার আলী জানান, আমি বাড়ি নির্মাণ কাজের দেখার জন্য আমার অফিসের একজনকে পাঠিয়েছিলাম।সে দেখে আসার পরে স্থানীয় আমিন নামের এক মোবাইল ব্যবসায়ী আমাকে মোবাইল দিয়ে বললো ওটা আমার লোক। গরীব মানুষ বাড়ি নির্মাণ কাজে বাঁধা দিয়েন না ভাই। তাই আমি আর বাঁধা দিতে যায়নি। আর ওই বাড়িটি আগেই নির্মাণ করা ছিল। এখন উপরের অংশটুকু নির্মাণ করছে। তাই আর কাওকে জানানো হয়নি। নতুনভাবে বাড়ি নির্মাণ করা হলে আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাতাম।

রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা কামরুল হক জানান, বাড়ি নির্মানের বিষয়টি আমি শুনেছি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করেছি।

পশ্চিম রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের আমিন মহসিন আলী বলেন, রেলওয়ের জমিতে কেউ কোনস্থাপনা তৈরি করতে পারবে না। তিনি আরও বলেন, আমি আগে থেকে বিষয়টি জানি না। তবে আপনার মাধ্যমে (সাংবাদিক) জানলাম। খুব দ্রুত এ ব্যাপারে রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলে বাড়ি নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

পত্রিকাএকাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news