শেরপুরে রাতের আধারে পুকুর থেকে মাছ চুরি , থানায় অভিযোগ

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

১৯ জুন, ২০২২, ১ year আগে

শেরপুরে রাতের আধারে পুকুর থেকে মাছ চুরি , থানায় অভিযোগ

গুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের একটি পুকুর থেকে রাতের আধারে মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন, মির্জাপুর ইউনিয়নের আড়ং শাইল গ্রামের দবির উদ্দিনের ছেলে দুধু মিয়া ও তার ছেলে মোঃ আবু রায়হান ও বগুড়া সদর থানার সুলতানগঞ্জ এলাকার মৃত রশিদ শেখের ছেলে মোঃ সজীব শেখসহ ৮থেকে ১০জনের বিরুদ্ধে।

শনিবার (১৮ জুন) রাতে ৩টার দিকে দোলসারা গ্রামের সোহাগী পুকুর থেকে এ চুরির ঘটনা ঘটে।

পরে পুকুর চাষী মোঃ সৈকত তালুকদারের ভাই মোঃ গোলাম সারোয়ার বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আবু রায়হান, মোঃ দুদুমিয়া ও মোঃ সজীব শেখ জেলেদের দিয়ে পুকুরে বেরা জাল ফেলে মাছ ধরতে থাকে। তখন পুকুরের পাহারাদার মিলন বাধা দিলে তারা তাকে বেধে রাখে। এক পর্যায়ে মিলনের ডাক চিৎকারে আশেপাশে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং তাদের সঙ্গে থাকা চার পাঁচ জনকে আটক করে। তখন তারা অজ্ঞাতনামা আরো কয়েকজনকে নিয়ে এসে অস্ত্রশস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এবং পুকুর থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ মন মাছ ধরে যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকার মাছ মেরে নিয়ে যায়।

এ বিষয়ে পুকুরের ইজারাদার মোঃ সৈকত তালুকদার জানান, এই পুকুরটি ডিসিআর মাধ্যমে নিয়ে মাছ চাষ করে আসছি। আমি গত বছর মাছ ছেড়েছি আমি একটা মাছও মারিনি। গতরাতে মোঃ আবু রায়হান, মোঃ দুদুমিয়া ও মোঃ সজীব শেখ সহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০জন পুকুর থেকে ৫ লক্ষ টাকার মাছ মেরে নিয়ে গেছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, অভিযোগ এখনো হাতে পায়নি অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রিকা একাত্তর /মাসুম বিল্লাহ​​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news