যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপের দূতাবাসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপের দূতাবাসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপের দূতাবাসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোঃ সোহেল পারভেজ।

মালদ্বীপ সময় ২১ শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৮ টায় হাইকমিশনার অফিসে হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয় । ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয় ।

দিনটির তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করে হাইকমিশনের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন।

অতঃপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মীরব সাইফুল ইসলাম। মাতৃভাষা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

এবং সবশেষে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাভাষার মর্যাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন।

মহামারীর কারণে উক্ত অনুষ্ঠানে সীমিত সংখ্যক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পত্রিকা একাত্তর/ মোহাম্মদ আল আমিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news