ডোমারে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৬ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ই জুলাই) সকালে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত টিসিবি’র পণ্য বিক্রয় ও বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে ইউনিয়নবাসীকে পণ্য তুলে দেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন।

এসময় আরোও উপস্থিত ছিলেন—টিসিবি’র ডিলার মেসার্স সাবেদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাবেদ আলী সহ ইউনিয়ন পরিষদের সচিব, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের প্রতিনিধি স্বেচ্ছাসেবক টিম।

উল্লেখ্য, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমে বোড়াগাড়ী ইউনিয়নের ২ হাজার ৭৫২ জন কার্ডধারী এই সুবিধার আওতাভুক্ত হয়েছেন। পণ্যের মধ্যে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে মোট ২৩০ টাকা প্যাকেজে বিক্রয় করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news