বরগুনায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৩ মার্চ, ২০২২, ২ years আগে

বরগুনায় সরকারি জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরগুনা জেলা শহরের মাছ বাজার লাকুরতলা ব্রিজের পারের রাস্তার দুই ধারের প্রায় অর্ধ শতাধিক দোকান ও বসত ঘর ভেংগে ফেলা হয়। বরগুনার এসি ল্যান্ড এর নেতৃত্বে আইন প্রয়োগকারী সংস্থা অদ্য রবিবার সকাল ১০ টায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন যাবৎ এই এলাকায় কতিপয় কিছু লোকজন অবৈধভাবে দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে এসেছে । সরকারি পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী বেকু ব্যবহার করে অবৈধ স্থাপনা গুলো গুড়িয়ে দেয়। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় লোকজন বলেন, তারা এখন বেকার হয়ে যাচ্ছে। লাকুরতলা স্ব-মিল এলাকাসহ খালের উভয়পাড়ে অনেক সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে কিছু অসাধু লোকজন। এমত অবস্থায় সরকার কর্তৃক উক্ত ভূমি পুনরুদ্ধার না করলে ক্ষতিগ্রস্ত হবে সরকারি সম্পত্তি।

এলাকার লোকজন জানান, ইতিপূর্বে বেশ কয়েকবার নোটিশ দেয়া সত্বেও এই স্থাপনার লোকজন কোন কর্নপাত করেনি। ব্রিজের ঢাল থেকে শুরু করে রাস্তার দুই পাশ্ববর্তী জায়গায় অবৈধভাবে ব্যবসা বানিজ্য ও স্থাপনা গড়ে তোলে।

এ ছাড়াও বসবাস করার জন্যও অনেকে বিভিন্ন স্থান অবৈধভাবে দখল করে ছিল। সাধারন মানুষের ভিতর এখন সস্তি ফিরে এসেছে তারা প্রশাসন ও এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়েছে এজন্য। একটি সুন্দর ও পরিকল্পিত শহরের স্বপ্ন এখন জনমনে।

পত্রিকা একাত্তর/মোঃ মনিরুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news