গুরুদাসপুরে মাদক জড়িতদের বিরুদ্ধে ওসির অবস্থান

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৯ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

গুরুদাসপুরে মাদক জড়িতদের বিরুদ্ধে ওসির অবস্থান

নাটোরের গুরুদাসপুর থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন। ইতিমধ্যে মাদক বিরোধী কর্মকান্ডের জন্য তিনি জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এক বছরে ৪৭৬টি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২১ সালের ৬ সেপ্টেম্বরে গুরুদাসপুর থানায় যোগদান করেন তিনি। থানার নথি সুত্রে জানাযায়, বিভিন্ন অভিযানে হেরোইন ২৬৬ গ্রাম, গাঁজা ৭২ কেজি ২১১ গ্রাম, চোলাই মদ ১৫হাজার ৯৫০ লিটার, ১ হাজার ১৮৯ বোতল ফেন্সিডিল ও ৪ হাজার ৭৫৭ পিচ ইয়াবা জব্দ করেছেন, যার বাজার মূল্য ১ কোটি ০৪ লক্ষ ৬৪ হাজার ৫০ টাকা।

এছাড়া ২৫ লাখ ৫০হাজার টাকার ২৪ কেজি ৩০০ গ্রাম রুপার অলংকার, ১ লাখ ৯৪ হাজার ৩৭০ টাকা মূল্যের ভারতীয় রুপি, ১৫লাখ টাকার ১টি প্রাইভেটকার, মোবাইল ফোন তিনটি ৭০হাজার টাকা, মাদকসহ উদ্ধারকৃত দ্রব্যের সর্বমোট মুল্য ১ কোটি ৪৭ লাখ ৭৮হাজার ৪২০ টাকা।

সেই সাথে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি মোটর সাইকেল, ৭২টি মোবাইল ফোন, অটোগাড়ী ১৫টি ও রিক্সাভ্যান ১৩টি। আব্দুল মতিন গুরুদাসপুর থানায় চকলেট ওসি হিসেবেও পরিচিত। থানায় কেউ আসলে তাকে চা বিস্কুট অথবা মিষ্টি হাসির সাথে চকলেট দিয়ে আপ্যায়ন করে থাকেন তিনি। বিশেষ করে তিনি শিশুদের দেখলে চকলেট বিস্কুট বিতরণ করে থাকেন।

তাঁর কারনে থানায় মামলা, জিডি দায়ের করতে কোনো টাকা পয়সা লাগেনা। সার্বিকভাবে আইন শৃংখলা পরিস্থিতি ভালো থাকায় উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় একাধিকবার প্রশংসিত হয়েছেন তিনি।

উপজেলার চাঁচকৈড় বাজার এলাকার মো. এমরান হাসান, সামাদ আলীসহ অনেকেই বলেন,চাঁচকৈড় হাট আমজাদ স্মৃতিগেট মোড়ে দীর্ঘদিনের লেগে থাকা যানজটমুক্ত করেছেন তিনি। শুধু তাই নয়, মিথ্যে মামলায় কাউকে হয়রানিও করেন না তিনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এসব কর্মকান্ড পরিচালিত করেছি আমার দায়িত্ব কর্তব্যের মধ্য থেকে। ভালো কিছু করার চেষ্টায় তিনি তাঁর সহযোদ্ধা পুলিশ বাহিনীসহ উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পত্রিকা একাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news