বাগেরহাটে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

বাগেরহাটে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালী এলাকায় মোঃ রুহুল আমিন খান নামের এক ব্যবসায়ীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমিদখলের জন্য ওই ব্যবসায়ীকে হয়রানি, সীমানা পিলার ও গাছ উপড়ে ফেলাসহ নানা ষড়যন্ত্র করছেন স্থানীয় নূর মোহাম্মাদ শেখ নুহু নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী মোঃ রুহুল আমিন খান। তিনি বলেন, ২০১১ সালে ডা. লুৎফর কবিরের কাছ থেকে কচুয়া উপজেলার ৬৪ নং রাড়িপাড়া মৌজার বারুইখালী গ্রামে এসএ ৭১৯ খতিয়ানে ২৪০ দাগে সর্বমোট ৫ একর জমি ক্রয় করি। পরবর্তীতে বিভিন্ন সময় আরও তিনজনের কাছ থেকে প্রায় দুই একর জমি ক্রয় করি।

কিন্তু ২০১৩ সাল থেকে বারুইখালী গ্রামের নূর মোহাম্মাদ শেখ নুহু আমার জমির মধ্যে অন্যায়ভাবে ১০ শতক জমি দাবি করেন। জমির মালিকানার কাগজ হিসেবে অনুপ মুখার্জী নামের এক ব্যক্তির কাছ থেকে মাত্র ৩০ হাজার টাকায় ক্রয়কৃত একটি দলিল বিভিন্ন স্থানে দেখিয়ে জোরপূর্বক আমার প্রায় ৩০ শতক জমি দখল নেওয়ার চেষ্টা করে। জমির পিলার উঠিয়ে ফেলা, জমিতে লাগানো গাছ উপড়ে ফেলা, কাটাতার চুরি করা, কেয়ারটেকারদের গালিগালাজ ও মারধরকরাসহ সব ধরণের চেষ্টা সে চালায়।

জমির কাছে গেলে আমাকে মেরে ফেলারও হুমকী দিচ্ছে। এই নুহুর পিছনে এলাকার বেশকিছু চাঁদাবাজ ও প্রতারক শ্রেণির লোক রয়েছে। যারা নুহুকে দিয়ে এসব করাচ্ছে তাদেরকেও আইনের আওতার আনার দাবি জানান তিনি। নূর মোহাম্মাদ শেখ নুহু বলেন, আমার জমির দলিল অনুযায়ী আমি জায়গা ভোগ করছি। জমি নিয়ে কয়েকবার শালিস হয়েছে। শালিসগণের কথা অনুযায়ী আমাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। এটা না দেওয়ায় কিছু ঝামেলা হয়েছে।

পত্রিকা একাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news