ভোলার দৌলতখানে নিষেধাঙ্গার শেষদিনে অবৈধভাবে মা ইলিশ শিকারের অভিযানে উপজেলা মৎস্য বিভাগ ও থানা-পুলিশের নের্তৃত্বে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৫ কেজি ইলিশ ও অবৈধ ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য দপ্তর৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
শুক্রবার দুপুরে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশে, দৌলতখান সুইস গেইট এলাকায় জনসমক্ষে জব্দকৃত সকল জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত ইলিশ মাদ্রাসায় বিতরণ হয়েছে।
মা ইলিশ রক্ষায় সরকার ইলিশের প্রজনন মৌসুম চিহ্নিত করে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ শিকার, মাছ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষে শুক্রবার মধ্যরাত থেকে দৌলতখান উপজেলার মেঘনায় সকল চ্যানেলের মাছ ধরা নিষিদ্ধ।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন জানান, সরকার ঘোষিত ২২ দিনের এই অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে আজ শেষদিন এই ২২ দিন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ তৎপর রয়েছে। নিষেধাঙ্গার সময় কোনো জেলে নদীতে মাছ ধরতে পারেননি। যারা আইন অমান্য করেছে তাদের মৎস্য আইনে সাজা প্রদান করাও হয়েছে।
পত্রিকা একাত্তর / নিয়াজ মাহমুদ জয়